২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল



২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত মোট ছয়টি বিশ ওভারের বিশ্বকাপ ম্যাচে অপরাজিত ছিল ভারত



২০০৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা নাগাড়ে ছয় ম্যাচ অপরাজিত ছিল



অস্ট্রেলিয়া ঠিক তার পরের বছর ২০১০ সালের বিশ্বকাপে ছয় ম্যাচ অপরাজিত ছিল



এই তালিকায় এক নয়, বরং দুইবার রয়েছে টিম ইন্ডিয়া



২০০৭ থেকে ২০০৯-র পর ২০১২ ও ২০১৪ সালে বিশের বিশ্বকাপে নাগাড়ে সাতটি ম্যাচ জেতে ভারত



২০১০ সালে বিশের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড



ইংল্যান্ড সেই বিশ্বকাপ ও পরের বিশ্বকাপ মিলিয়ে মোট সাতটি ম্যাচে অপরাজিত ছিল



নাগাড়ে আট ম্যাচ জিতে এই তালিকায় একে অস্ট্রেলিয়া



২০২২ সাল থেকে এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এই অপরাজিত দৌড় চলছে