ভারতীয় দল চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইটে কোয়ালিফাই করে গিয়েছে



১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া



এই বিশ্বকাপই কিন্তু একাধিক ভারতীয় তারকা শেষ বিশ ওভারের বিশ্বকাপ হতে পারে



এদের মধ্যে রয়েছেন দুই মহাতারকা বিরাট কোহলি, রোহিত শর্মা



কোহলি, রোহিতরা খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনও না



কোহলির বয়স ৩৫ পেরিয়েছে, রোহিত ৩৭



সেই কারণেই অনেকে মনে করছেন ২০২৬ সালের বিশ্বকাপে আর রোহিত, কোহলিকে হয়তো দেখা যাবে না



এই তালিকায় রয়েছেন রবীন্দ্র জাডেজাও



তবে এদের সকলেই এখনও নিজেদের সেরা ফর্মে রয়েছেন



তাই গোটা বিষয়টাই স্রেফ জল্পনার পর্যায়েই রয়েছে