টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যেই সুপার এইটে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া



তবে ইংল্যান্ডকে ছিটকে দিতে নাকি ম্যাচের ফলাফল বিকৃত করতেও পিছপা হবেন না তাঁরা



অন্তত এমনটাই দাবি করছেন দলের তারকা ক্রিকেটার জস হ্যাজেলউড



ইংল্যান্ড এক হার ও এক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লিগ তালিকায় আপাতত চতুর্থ



জস বাটলাররা পরবর্তী দুই ম্যাচ জিতে সুপার এইটে কোয়ালিফাই করতেই পারেন



তবে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের বিরুদ্ধে অল্প রানে হারলে স্কটদেরও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে



হ্যাজেলউডের মতে ইংল্যান্ডকে ছিটকে দিলে তাঁরা সমেত বাকি দলগুলিও খুশি হবে



তবে অস্ট্রেলিয়া এমন করলে মিচেল মার্শকে সুপার এইটের দুই ম্যাচে নির্বাসিত হতে হবে



লিগ স্ট্যান্ডিং প্রভাবিত করার জন্য ইচ্ছাকৃত ফলাফলে বিকৃতি ঘটালে দলের অধিনায়ককে শাস্তি পেতে হয়



আইসিসির নিয়মাবলীর ২.১১ ধারা অনুযায়ী সেই কারণেই অজ়ি অধিনায়ক মিচেল মার্শ নির্বাসিত হতে পারেন



Thanks for Reading. UP NEXT

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রান, প্রথম দশে নেই কোনও ভারতীয়

View next story