ধোনিকে কিন্তু কখনই প্রয়োজনের অধিক কথা বলতে দেখা যায় না।
পরিস্থিতি যেমনই হোক, ধোনিকে উত্তেজিত হতে দেখা যায় না। এমনি এমনি তো তাঁকে 'ক্যাপ্টেন কুল' ডাকা হয় না।
ফলাফল যাই হোক না কেন, ধোনির মুখে বারংবার নিজের প্রক্রিয়া, প্রস্তুতিতে জোর দেওয়ার কথা শোনা যায়।
অধিনায়কত্ব হোক বা ব্যাটিং, মাহি সর্বদা সঠিক সময়ের অপেক্ষা করেন। ম্যাচ একেবারে শেষ অবধি নিয়ে গিয়ে কতবারই না জয় ছিনিয়ে এনেছেন তিনি।
পরিস্থিতি যেমনই হোক, ধোনিকে উত্তেজিত হতে দেখা যায় না। এমনি এমনি তো তাঁর নাম 'ক্যাপ্টেন কুল'
বিরাট কোহলি হোক সুরেশ রায়না বা রোহিত শর্মা, প্রতিভাধর ক্রিকেটারদের বাকিরা যতই সমালোচনা করুন, ধোনি কিন্তু তাঁদের ওপর আস্থা রেখেছেন এবং সাফল্যও পেয়েছেন।
এত সাফল্য পেয়েও ধোনি কিন্তু মাটির মানুষ। তাঁর জীবন যাপন দেখেই তা স্পষ্টতই বোঝা যায়।