সাফল্য আনবে সাত নম্ব জার্সিধারীর এই সাত অভ্যাস!

Published by: ABP Ananda

ছোট্ট শহর রাঁচি থেকে উঠে এসে ক্রিকেটে বিশ্বকে শাসন করা, মহেন্দ্র সিংহ ধোনির জুড়ি মেলা ভার।

আইপিএল হোক আন্তর্জাতিক ক্রিকেট, ধোনির সাফল্যই তাঁর হয়ে কথা বলে। আর সেই সাফল্য কিন্তু এসেছে নির্দিষ্ট কিছু অভ্যাসের দরুণ।

ভেবে কথা বলা

ধোনিকে কিন্তু কখনই প্রয়োজনের অধিক কথা বলতে দেখা যায় না।

সব পরিস্থিতিতে শান্ত থাকা

পরিস্থিতি যেমনই হোক, ধোনিকে উত্তেজিত হতে দেখা যায় না। এমনি এমনি তো তাঁকে 'ক্যাপ্টেন কুল' ডাকা হয় না।

ফলাফলের বাড়তি চিন্তা নয়

ফলাফল যাই হোক না কেন, ধোনির মুখে বারংবার নিজের প্রক্রিয়া, প্রস্তুতিতে জোর দেওয়ার কথা শোনা যায়।

ধৈর্য্য ধরা

অধিনায়কত্ব হোক বা ব্যাটিং, মাহি সর্বদা সঠিক সময়ের অপেক্ষা করেন। ম্যাচ একেবারে শেষ অবধি নিয়ে গিয়ে কতবারই না জয় ছিনিয়ে এনেছেন তিনি।