মাঠের কিংবদন্তি

মেঘালয়ে বেড়াতে গিয়ে পাম্পকিন চিকেন খেয়ে উল্লসিত সচিন তেন্ডুলকর

কুমড়ো দিয়ে চিকেন

পুষ্টিগুণে ভরপুর মুরগীর মাংসের এই পদ, বাড়িতে রান্না করা যায় সহজেই

উপকরণ কী কী?

৫০০ গ্রাম বোনলেস চিকেন, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ২ চা চামচ ইয়েলো কারি পাউডার

আর কী কী লাগবে?

আধ চামচ করে আদা, গরম মশলা, ব্রাউন সুগার, নুন, পেঁয়াজ, ৩ কোয়া রসুন, এক কাপ কোকোনাট মিল্ক ও হাফ কাপ কুমরো বাটা

শুরু করুন রান্না

কড়াইয়ে তেল গরম হলে মাংসের ২ পিঠ ভাল করে ভেজে নিন

মশলার কারিকুরি

এরপর দিন গরম মশলা, কারি পাউডার, আদা, ব্রাউন সুগার ও নুন, নাড়াচাড়া করুন ২-৩ মিনিট

পেঁয়াজের কামাল

এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ যোগ করে ভাল করে ভেজে নিন

যোগ করুন এই মিশ্রণ

নারকেলের দুধের সঙ্গে কুমড়ো বাটা ও জল মিশিয়ে ভাল করে নেড়ে মিশ্রণ বানিয়ে তা কড়াইয়ে ঢেলে হাল্কা আঁচে ফুটিয়ে নিন

চাপা দিয়ে ফোটান

১৫-২০ মিনিট কড়াই চাপা দিয়ে ফুটিয়ে নিন, মাঝে মধ্যে নেড়ে নিন

চিকেন পাম্পকিন কারি তৈরি

পদ তৈরি, ভাত, রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন (ছবি - পিটিআই ও পিক্সঅ্যাবে)