বিরাট-ঘরণীদের টিম ইন্ডিয়ার তারকাদের সঙ্গে বিদেশ সফরে থাকার ওপর আরোপ হচ্ছে বিধিনিষেধ!

Published by: ABP Ananda

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের জঘন্য পারফরম্য়ান্সের পর বড় রদবদল আনতে চলেছে বিসিসিআই। ফিরে আসছে পুরনো নিয়ম।

এতদিন পর্যন্ত ভারতীয় দলের লম্বা বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার, বিশেষত স্ত্রীরা নিজেদের খুশি মতো তারকাদের সঙ্গে থাকতে পারতেন।

অনুষ্কা শর্মা, আথিয়া শেট্টি, রীতিকা সাজদেদের ভারতীয় দলের বিদেশ সফরে প্রায়ই মাঠে উপস্থিত থাকতে দেখা যায়।

তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ড মনে করছে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।

তাই পরিবারের সঙ্গে কাটানোর সময়টার ওপর না না বিধিনিষেধ আরোপ হতে পারে, যা বছর ছয়েক আগেও বহাল ছিল।

খবর অনুযায়ী বিসিসিআইয়ের নতুন নিয়মে ৪৫ দিনের লম্বা সফর হলে সেক্ষেত্রে পরিবার বা স্ত্রীদের দলের সঙ্গে দুই সপ্তাহই থাকতে দেওয়া হবে।

প্রতিটি খেলোয়াড়কেই দলের সকলের সঙ্গে টিম বাসে সফর করার নিয়মও চালু করতে আগ্রহী বোর্ড। অর্থাৎ একা একা নিজের ইচ্ছামতো সফর আর করা যাবে না।

শুধু ক্রিকেটার নয় কোচ গৌতম গম্ভীরের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে চলেছে।

তাঁর ম্যানেজার গৌরব আরোরাকেও এবার থেকে দলের সঙ্গে এক হোটেলে রাখা হবে না। মাঠে ভিআইপি বক্সে বসার বন্দোবস্তও আর থাকছে না।

এর পাশাপাশি বিমানযাত্রায় কোনও খেলোয়াড়ের লাগেজ ১৫০ কেজির গণ্ডি পার করলে এবার থেকে আর বিসিসিআই তাঁর ব্যয় বহন করবে না, বরং খেলোয়াড়দের নিজেদেরই এই খরচ দিতে হবে বলেও রিপোর্টে দাবি করা হচ্ছে।