কপিল দেবের বাড়িতে বন্দুক হাতে ছুটেছিলেন যোগরাজ সিংহ?

Published by: ABP Ananda

যুবরাজ সিংহের বাবা যোগরাজ, বরাবরই নিজের মনের কথা বলার থেকে পিছপা হন না।

তাঁর দাবি অনুযায়ী তিনি নাকি একবার বন্দুক নিয়ে কপিল দেবের বাড়িতে হানা দিয়েছিলেন।

কপিল দেব ভারত, নর্থ জোন এবং হরিয়ানার অধিনায়ক থাকাকালীন তাঁকে কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জবাবদিহি চাইতেই তিনি কপিলের বাড়িতে গিয়েছিলেন।

কপিল দেবের বাড়িতে গিয়ে অবশ্য তিনি তেমন কিছু করতে পারেননি, কারণ তাঁর মা।

যোগরাজ জানান, 'আমি কপিলকে যা তা বলেছিলাম। কিন্তু ও ওর মায়ের সঙ্গে বেরিয়ে এসেছিল। তাই ওকে বলেছিলাম গুলি করতে চাইলেও, ওর মায়ের জন্য ওকে ছেড়ে দিচ্ছি।

তাঁর দাবি তাঁর স্ত্রী চেয়েছিলেন কপিলের কাছে জবাবদিহি চেয়েছিলেন। তারপরেই জবাব চাইতে বন্দুক হাতে কপিলের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

যোগরাজের আরও দাবি কপিল দেব ও বিষণ সিংহ বেদীর আভ্যন্তরীণ রাজনীতি এবং স্বজনপোষণের জেরেই তাঁর কেরিয়ার আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল।

তিনি সুনীল গাওস্করের ঘনিষ্ঠ, এই চিন্তাধারা থেকেই তৎকালীন প্রধান নির্বাচক বিষণ বেদী তাঁকে বাদ দিয়েছিলেন বলে বলেন যোগরাজ।

যোগরাজের এহেন মন্তব্যে যে ফের একবার বিতর্ক তৈরি হল, তা বলাই বাহুল্য।