দুই তরুণ তু্র্কি, এক সিনিয়র তারকা, গত বছরে সবথেকে সার্চ হওয়া ভারতীয় ক্রিকেটার এঁরা

অভিষেক শর্মা ব্যাট হাতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে ঝড় তোলেন। দেশের হয়েও সেঞ্চুরি হাঁকান।

১৬ ম্যাচে দুইশোর অধিক স্টাইক রেটে ৪৮৪ রান করেছিলেন তিনি।

তবে তার আগে কিন্তু মডেল তনয়া সিংহের মৃত্যুর জন্যও তাঁকে জিজ্ঞাসাবাদ করে সুরাট পুলিশ। সেই নিয়ে বিস্তর বিতর্কও হয়।

শশাঙ্ক সিংহের জন্য আইপিএলটা কিন্তু স্বপ্নের মতোই কেটেছিল।

১৪ ম্যাচে পাঞ্জাবের হয়ে ৪৪.২৫ গড়ে তিনি ৩৫৪ রান করেছিলেন। তবে শশাঙ্ককে প্রথমে দলে নিতেই চায়নি পাঞ্জাব।

তাঁকে কেনার পরেও ভুল হয়েছে বলে দাবি করেছিল কর্তৃপক্ষ। সেখান থেকে ২০২৫ রিটেন হওয়ার সফরটা কিন্তু স্বপ্নের মতোই ছিল।

হার্দিক পাণ্ড্যর জন্য ২০২৪ সাল একেবারে চড়াই উতরাইয়ে ভর্তি ছিল।

তাঁর ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে একেবারে শেষে ছিল। রোহিতের বদলে তাঁকে অধিনায়ক করাতেও বিস্তর বিতর্ক।

এরপর নাতাশার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়েও বারংবার শিরোনামে উঠে আসেন হার্দিক। স্বাভাবিকভাবেই তাঁকে সর্বাধিকবার গুগলে সার্চ করা হয়েছে।