অস্ট্রেলিয়ার মাটিতে মুখ হোক বা ব্যাট, ভারতের জবাব ঋষভ পন্থ কারুর মতে তিনি ভারতীয় দলের 'এক্স ফ্যাক্টর'। তাঁকে শান্ত রাখতে মরিয়া অজ়ি অধিনায়ক প্যাট কামিন্সও। তিনি ঋষভ পন্থ, ভারতীয় দলের কিপার-ব্যাটার। ভারতের গাব্বায় ঐতিহাসিক জয়ের নায়ক। অজ়িভূমে বিগত দুই সিরিজ়ে ভারতের জয়ের অন্যতম বড় কারণ হলেন পন্থ। আসন্ন সিরিজ়েও ফের একবার তাঁর ওপর অনেকটাই নির্ভরশীল ভারতীয় দল। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় মাঠের বাইরে থেকেছেন পন্থ। তবে মাঠে ফিরে তাঁকে নিজস্ব ছন্দেই দেখা গিয়েছে। প্রত্যাবর্তনের পর ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে শতরান হাঁকিয়েছেন। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত হতাশাজনক সিরিজ়েও তাঁর ব্যাট কথা বলেছে। এসেছে একটি ৯৯ সহ তিনটি অর্ধশতরান। গুটিকয়েক ভারতীয় ব্যাটার যারা ছন্দে রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন ২৬ বছর বয়সি পন্থ। অস্ট্রেলিয়ার মাটিতে ঋষভ পন্থের রেকর্ডই কিন্তু কেন আসন্ন সিরিজ়ের আগে তাঁকে সকলে এত সমীহ করছেন, তা প্রমাণ করে দেয়। অজ়িভূমে পন্থ এখনও পর্যন্ত সাত টেস্টে মোট ১২ ইনিংস খেলে ৬২.৪০-র গড়ে ৬২৪ রান করে ফেলেছেন। পন্টিং, গিলক্রিস্টদের দেশের মাটিতে একটি শতরানের পাশাপাশি দুইটি অর্ধশতরানও করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ১৫৯।