ভিনরাজ্যের ক্রিকেটারদের রমরমা চলছে বাংলার স্থানীয় ক্রিকেটে
এতদিন সিএবি-র স্থানীয় ক্রিকেটে খেলার নিয়মেই ছিল বড়সড় ফাঁক
শুধু স্থানীয় আধার কার্ড থাকলেই সিএবি লিগে খেলার ছাড়পত্র পেতেন ক্রিকেটারেরা
অভিযোগ, জাল আধার কার্ড বানিয়ে ভিন রাজ্যের ক্রিকেটারেরাও স্থানীয় বলে নিজেদের পরিচয় দিতেন
এবার সেই নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সিএবি
রেজিস্ট্রেশনের আগে বাধ্যতামূলক করা হচ্ছে ক্রিকেটারদের তিন বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট
তিন বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে যদি প্রমাণ পাওয়া যায় সেই ক্রিকেটার স্থানীয়, তবেই বিনা বাধায় খেলতে পারবেন
বাংলার ভূমিপুত্ররা যাতে আরও বেশি করে সুযোগ পায়, সেই জন্যই এই ভাবনা
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ভিন রাজ্যের ক্রিকেটারদের আটকাতে মরিয়া তাঁরা
ভিন রাজ্যের ক্রিকেটারদের স্থানীয় পরিচয়ে খেলা আটকানো যাবে বলেই মনে করছে সিএবি