আইকন প্লেয়ারই বাদ!

আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের আইকন প্লেয়ার

দাদাই যখন ব্রাত্য

২০১১ সালের আইপিএলের নিলামের আগে সৌরভকে ছেড়ে দেয় কেকেআর

নিলামে অবিক্রিত, তারপর?

সৌরভকে নিলাম থেকে কেনেনি কোনও দল, পরে আহত আশিস নেহরার পরিবর্তে তাঁকে নেয় পুণে ওয়ারিয়র্স

দাদা-বাদশা সম্পর্কের অবনতি?

শোনা যায় সৌরভের সঙ্গে সেই সময় শাহরুখ খানের মুখ দেখাদেখিও বন্ধ ছিল

কেন নীরব বাজিগর?

সৌরভকে KKR বাদ দেওয়ার সময় নিজেকে গোটা পদ্ধতি থেকে দূরে সরিয়ে রেখেছিলেন টিমমালিক শাহরুখ

কারণ জানালেন প্রাক্তন কর্তা

কেন শাহরুখ মৌন ছিলেন, জানালেন কেকেআরের প্রাক্তন কর্তা জয় ভট্টাচার্য

দলের স্বার্থই আগে

জয় জানিয়েছেন, সেই পর্বে শাহরুখ বলে দিয়েছিলেন, দল যদি সৌরভকে না চায় তাহলে তাই হোক!

ট্রফিই পাখির চোখ

শাহরুখ জানিয়েছিলেন, দল যদি মনে করে শাহরুখ খানকে দরকার নেই, তা হলে সেই সিদ্ধান্তও নিতে পারে

সমালোচনার ঝড়!

জয় জানিয়েছেন, সৌরভকে রিটেন না করার পর ৫ মিনিটের মধ্যে ৪০০ মেসেজ পেয়েছিলেন

দাদার বদলে গৌতি

সৌরভকে সরিয়ে গৌতম গম্ভীরকে অধিনায়ক করে কেকেআর, ২০১২ সালে জেতে প্রথম IPL ট্রফি