বছর একুশের প্রেমিলা মোরার, কে এই লাস্যময়ী তরুণী?
সিএসকের জার্সিতে মাঠ কাঁপানো তারকা অলরাউন্ডারের প্রেমিকা তিনি
কার প্রেমিকা? এই প্রশ্নটাই আপনার মনে জেগেছে তো?
তারকা কিউয়ি ক্রিকেটার রাচিন রবীন্দ্রর প্রেমিকা মোরার
রাচিন ও তাঁর পরিহিত হলুদ এই জ্যাকেটটি প্রেমিলারই ডিজাইন করা
রাচিনের সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক রয়েছে প্রেমিলার
নিউজিল্যান্ডের অকল্যান্ড নিবাসী এই তরুণী
ক্রিয়েটিভ আর্টসে মাসে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন প্রেমিলা
পেশায় ফ্যাশন ডিজাইনার প্রেমিলা, তাঁর নিজস্ব বুটিকও রয়েছে
রাচিনের মতই প্রেমিলার বাবা-মাও ভারতীয় বংশোদ্ভূত