আয়েষা বাকের, ৩৫ বছর বয়সি মহিলার জন্মস্থান কেপ টাউন।



পেশায় তিনি একজন উদ্যোগপতি তথা কনটেন্ট ক্রিয়েটারও বটে।



এছাড়াও ফর্বসের '৩০ আন্ডার ৩০'-এ তিনি ছিলেন এবং একজন ফ্যাশন ব্লগার হিসাবেও তাঁর সুখ্যাতি রয়েছে।



তবে এসবের পাশাপাশি তাঁর আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি তারকা ক্রিকেটারের স্ত্রী।



শোনা যায় তাঁর প্রতি ভালবাসা থেকেই নাকি নিজের ধর্ম বদল করেছিলেন বিরাট কোহলির প্রাক্তন সতীর্থ।



২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল ক্রিশ্চান ধর্ম ছেড়ে ইসলামে ধর্মান্তরিত হন।



পার্নেল জানান তাঁর ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তিনি ধর্মান্তরিত হন। তাতে তাঁর কোনও প্রভাব নেই।



ধর্মান্তরিত হওয়ার পাঁচ বছর পর দুইজনের বিয়ে হয়।



পার্নেল ও আয়েষার দুই সন্তানও রয়েছে।



যদিও বিয়ের পাঁচ বছর আগেই ধর্ম বদলান পার্নেল, তাও অনেকেই দাবি করেন তিনি আয়েষাকে ভালবেসেই ধর্ম বদল করেছিলেন।