ঋষভ পন্থ রেকর্ড গড়েছেন হেডিংলে টেস্টে

দুটো ইনিংসেই দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন পন্থ

কিন্তু আইসিসির নির্বাসনের কোপে পড়তে পারেন ঋষভ পন্থ

ইংল্য়ান্ডের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পন্থের অনফিল্ড আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে

পন্থ অনফিল্ডে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়েছিলেন

বল ছুড়ে মেরেছিলেন আম্পায়ার পল রাইফেলের দিকে

আইসিসির নিয়ম ২.৮ ধারা অনুসারে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়

সেক্ষেত্রে কোনও ক্রিকেটারের ম্যাচ ফি’র সর্বাধিক ৫০ শতাংশ কেটে নেওয়া হতে পারে

অপরাধ আরও কঠিন প্রমাণিত হলে সেই ক্রিকেটারকে নির্বাসিতও করা হতে পারে

যদি রেফারি শাস্তি দেন, সেক্ষেত্রে পন্থকে দ্বিতীয় টেস্টে নির্বাসিত করা হতে পারে