বর্তমানে লিডসে রমরমিয়ে চলছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম টেস্ট।



দুই শক্তিধর দেশের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।



এরই মাঝে ভারতীয় সাজঘরে দেখা মিলল এক বিস্ময় তরুণীর।



প্রথম দিনের খেলাশেষে গিল ও পন্থ ভারতীয় সাজঘরে ফেরার সময়ই তাঁকে দেখা যায়।



এই রহস্যময়ী তরুণীকে নিয়ে বাড়ছে আগ্রহ। কে তিনি, কী তাঁর পরিচয়?



ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার হিসাবে কিন্তু রজল আরোরাও বেশ খ্যাতনামা।



তবে এই মহিলাটা রজল নয় বলেই মনে করা হচ্ছে।



তাঁর নাম বা পরিচয় জানা না গেলেও, ভারতীয় দলের জার্সি গায়ে দেখে বোঝা যায় তিনি সাপোর্ট স্টাফের অঙ্গ।



আপাতত এই ম্যাচে তিন দিনের খেলা শেষ হয়েছে। এখনও ম্যাচ কিন্তু ৫০-৫০।



তৃতীয় দিনের শেষে ভারতীয় দল ইংল্যান্ডের থেকে ৯৬ রানে এগিয়ে, হাতে এখনও ৮ উইকেট।