লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের নবযুগের সূচনা হয়।



৩৭তম ভারতীয় টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নেন শুভমন গিল।



গিল এই ম্য়াচেই এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন।



কণিষ্ঠতম ভারতীয় হিসাবে ইংল্যান্ডের মাটিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন গিল।



২৫ বছর ২৮৫তম দিনে গিল টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক হিসাবে মাঠে নামেন।



অবশ্য সব মিলিয়ে তিনি ভারতের পঞ্চম সর্বকণিষ্ঠ টেস্ট অধিনায়ক।



অধিনায়ক গিল যে শুরুটা বেশ ভালই করেছেন তা বলাই বাহুল্য।



অনেকেই মনে করছিলেন নেতৃত্বের দায়ভার গিলের ব্যাটিংকে প্রভাবিত করবে।



তবে প্রথমবার টেস্ট অধিনায়ক হিসাবে নেমেই ১৪৭ রানে ইনিংস খেললেন গিল।



ভারতীয় উপমহাদেশের বাইরে এটিই তাঁর প্রথম টেস্ট শতরান।