একদা বিশ্বের এক নম্বর বোলার বর্তমানে ক্রিকেট থেকে বহদূরে

Published by: ABP Ananda

২০১৮ সালে সচিন বলেছিলেন সহবাগ এক অজ়ি তারকার বল খেলতে অসুবিধা। সেই বোলার ব্রেট লি বা ওয়ার্ন নন।

তিনি হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি বোলার ন্যাথান ব্র্যাকেন।

অস্ট্রেলিয়ার হয়ে ২০০৩ ও ২০০৭ সালে জোড়া বিশ্বকাপ জিতেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও।

একদা বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলারও হয়েছিলেন। তবে হাঁটুর সমস্যায় ৩২ বছর বয়সেই ২০১১ সালে অবসর নেন ব্র্যাকেন।

তিনি অতীতে একসময় কোচিং এবং ধারাভাষ্য়কারের কাজও করেছেন।

বর্তমানে তিনি আর পাঁচজন প্রাক্তনীর মতো ক্রিকেট পণ্ডিত বা প্রেজেন্টার নন, বরং তার থেকে অনেকদূরেই রয়েছেন।

ব্র্যাকেন বর্তমানে একজন অ্যাকাউন্ট ম্যানেজার হিসাবে নিউ সাউথ ওয়েলসে কাজ করেন।

তিনি কিন্তু রাজনীতির ময়দানেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত বছর লিবারেল পার্টির হয়ে লড়েছেন ভোটে।

তবে আপাতত তিনি যে ক্রিকেটের ২২ গজ থেকে অনেকটাই দূরে, তা বলাই বাহুল্য।