উপহারেও নজরকাড়া

মাঠের কিংবদন্তি, প্রিয়জনদের বহুমূল্য উপহার দিয়েও নজর কেড়েছেন এই মহাতারকারা

উপহারেও ধনী

স্ত্রী সাক্ষীকে একটি ভিন্টেজ বিটেল গাড়ি উপহার দিয়েছিলেন ধোনি, যার দাম প্রায় ২০ লক্ষ টাকা

উপহারের কিংগ

মাঠে ব্যাট হাতে ঝড় তোলেন বিরাট কোহলি, উপহার দিয়েও বারবার মন জিতেছেন

আংটিতে জিতেছেন মন

স্ত্রী অনুষ্কা শর্মাকে একটি হীরের আংটি উপহার দিয়েছেন কোহলি, দাম? ১ কোটি টাকা

দিয়েছেন বাড়িও

অনুষ্কাকে বিলাসবহুল বাংলোবাড়ি কিনে দিয়েছেন কোহলি

সতীর্থের জন্যও উপহার

কে এল রাহুলকে একটি প্রায় ৩ কোটি টাকা দামের বিএমডব্লিউ গাড়ি উপহার দেন কোহলি

মাস্টারমাইন্ড

মাঠে সচিন তেন্ডুলকর-বীরেন্দ্র সহবাগের ওপেনিং জুটি বিখ্যাত ছিল

বীরুকে গাড়ি

সগবাগকে প্রায় ২ কোটি টাকা দামের একটি বিএমডব্লিউ ৭৩০ এলডি গাড়ি উপহার দেন সচিন

তারকা অলরাউন্ডার

ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য

বাবাকে উপহার

হার্দিক তাঁর বাবা হিমাংশু পাণ্ড্যকে প্রায় ৩০ লক্ষ টাকার জিপ কম্পাস গাড়ি উপহার দেন

বাবাই বেস্ট ফ্রেন্ড

হিমাংশু মারা যাওয়ার পর হার্দিক জানিয়েছিলেন, সেরা বন্ধুকে হারালাম