ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য
ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল হার্দিকের
খুবই নিম্নমধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন হার্দিক, দাদা ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে এক বাটি ম্য়াগি ভাগ করে খেতেন
হার্দিক তাঁর কেরিয়ারের শুরুর দিকের অজানা এক কাহিনি শোনালেন
হার্দিক জানিয়েছেন, বঢোদরার এক নির্বাচক তাঁকে চারশো টাকা ম্যাচ ফি হিসাবে দিয়েছিলেন
সেই চারশো টাকাই সেই সময় হার্দিকের কাছে বড় অঙ্ক ছিল, যা থেকে পাল্টে যায় তাঁর কেরিয়ার
সেই নির্বাচককে সম্প্রতি ভিডিও কলে ধন্যবাদ জানিয়েছেন হার্দিক
সেই সময় গুজরাতের বিভিন্ন প্রান্তে টেনিস বলে ক্রিকেট খেলে ৪০০-৫০০ টাকা রোজগার করতেন হার্দিক
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে পারফর্ম করেই তিনি জাতীয় নির্বাচকদের নজরে পড়ে যান
অধিনায়ক হিসাবে গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন, এখন মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে হার্দিক