ক্রিকেট ময়দানের মহাতারকা হয়েও গরাদের পিছনে সময় কাটিয়েছেন এঁরা
abp live

ক্রিকেট ময়দানের মহাতারকা হয়েও গরাদের পিছনে সময় কাটিয়েছেন এঁরা

Published by: ABP Ananda
২০১৪ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে এস শ্রীসন্থসহ আরও দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছিল
abp live

২০১৪ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে এস শ্রীসন্থসহ আরও দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছিল

দেশের সম্পত্তি বিক্রির জন্য বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান ও তাঁর স্ত্রীর ১৪ বছরের জেল হয়
abp live

দেশের সম্পত্তি বিক্রির জন্য বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান ও তাঁর স্ত্রীর ১৪ বছরের জেল হয়

১৯৮৮ সালের এক মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত করে ২০২২ সালে নভজ্যোৎ সিংহ সিদ্ধুকে সুপ্রিম কোর্ট এক বছরের জেলের নির্দেশ দেয়
abp live

১৯৮৮ সালের এক মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত করে ২০২২ সালে নভজ্যোৎ সিংহ সিদ্ধুকে সুপ্রিম কোর্ট এক বছরের জেলের নির্দেশ দেয়

abp live

২০২০ সালে করোনাবিধি ভাঙায় সুরেশ রায়নাকে মুম্বইয়ের এক ক্লাব থেকে গ্রেফতার করা হয়

abp live

২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত থাকায় সলমন বাটের জেল হয়

abp live

বাটের নির্দেশে মহম্মদ আমির ও মহম্মদ আসিফ ইচ্ছাকৃত নো বল করায় তাঁদেরও জেল হয়

abp live

সন্দীপ লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়, এর জেরে তিনি বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের ভিসাও পাননি

abp live

২০১৫ সালে অমিত মিশ্রকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়

abp live

বিনোদ কাম্বলির বিরুদ্ধে একাধিক এফআইআর বিভিন্ন সময়ে দায়ের করা হয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য তাঁকে ২০২২ গ্রেফতার করা হয়

abp live

পানশালায় ঝামেলার জেরে ২০১৮ সালে জেলের হাওয়া খেতে হয় ইংল্যান্ড দলের বর্তমান টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও