প্রতিপক্ষ ক্রিকেটারদের গালিগালাজ দেওয়া হয় পরিকল্পনা করে
মনঃসংযোগ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা থাকে স্লেজিংয়ের পিছনে
স্লেজিং করে জব্দ করা যায়নি সচিন তেন্ডুলকরকে
কীভাবে নির্লিপ্ত থাকতে পারতেন সচিন? ব্যাখ্যা করলেন গৌরগোপাল দাস
বাইরের কথাবার্তায় বিচলিত হতেন না সচিন
গৌরগোপাল বলছেন, জীবনেও প্রত্যেক মুহূর্তে অনেকে গালি দেওয়ার জন্য থাকে
স্লেজিং আটকানো যায় না, স্পষ্ট জানতেন সচিন
সমালোচনা করা থেকে কাউকে বিরত রাখা যায় না, বলছেন গৌরগোপাল
যা কিছু নিয়ন্ত্রণ করা যায় না, তা নিয়ে ভাবাই ক্ষতি করে
প্রতিক্রিয়া দেখিয়ে ফেললেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়