বধূ নির্যাতন থেকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, বারংবার বিতর্কে জড়িয়েছেন শামি বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের নাম মহম্মদ শামি আজ ৩৪ বছরে পা দিলেন ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ শামি তবে ২২ গজের তারকার ব্যক্তিগত জীবনে কিন্তু কম বিতর্ক হয়নি ২০১৪ সালে হাসিন জাহানের সঙ্গে বিয়ে সারলেও ২০১৮ সালেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয় মডেল তথা চিয়ারলিডার হাসিনের সঙ্গে ২০১২ সালে খেকে পরিচয় শামির শামির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেন তাঁর স্ত্রী, পাশাপাশি বিবাহ বর্হিভূত সম্পর্কেরও অভিযোগ আনা হয় তারকা ভারতীয় বোলারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ করেন তাঁর প্রাক্তন স্ত্রী শামি ও হাসিনের এক মেয়েও রয়েছে, ২০১৫ সালে রয়েছে শামির বিরুদ্ধে অভিযোগের পর প্রাথমিকভাবে শামির বার্ষিক চুক্তি আটকে দেয় বিসিসিআই কলকাতা কোর্টের নির্দেশেই শামি প্রতি মাসে তাঁর স্ত্রী,মেয়ের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকার খোরপোষ দেন