ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল।



তুলনামূলক তরুণ এক দলের হয়ে এই সিরিজ়ে কিন্তু যশপ্রীত বুমরার কাঁধে গুরুদায়িত্ব থাকবে।



বুমরার সামনে এই আসন্ন সিরিজ়েই কিন্তু এক দুরন্ত রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।



বুমরা এখনও পর্যন্ত ইংল্যান্ডে ৩৭টি উইকেট নিয়েছেন।



তিনি আসন্ন সিরিজ়ে আর ১৫টি উইকেট নিলেই ইংল্যান্ডের মাটিতে সফলতম ভারতীয় বোলার হয়ে যাবেন।



আপাতত এই কৃতিত্বের মালিক ঈশান্ত শর্মা।



তিনি ইংল্য়ান্ডের মাটিতে মোট ৫১ উইকেট নিয়েছেন।



বুমরা আসন্ন সিরিজ়ে পাঁচ ম্যাচ খেলবেন না তা তিনি এবং কোচ গম্ভীর আগেই স্পষ্ট করে দিয়েছেন।



তবে তিন টেস্ট খেললেও ফাস্ট বোলিং সহায়ক ইংল্যান্ডের পরিবেশে বুমরার ১৫ উইকেট নেওয়া অসম্ভব কিছু নয়।



তিনি এই রেকর্ড গড়তে পারেন কি না এখন সেটাই দেখার।