হারারে স্পোর্টস ক্লাবে জ়িম্বাবোয়েকে চতুর্থ টি-২০ ম্যাচে ১০ উইকেটে হারিয়ে দিল ভারত এক ম্য়াচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া গোটা ম্যাচে হল একাধিক রেকর্ড অবিচ্ছেদ্য ওপেনিং জুটিতে ১৫৬ রান তুললেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল টি-২০ ক্রিকেটে এটা শুভমন ও যশস্বীর দ্বিতীয় দেড়শো বা তার বেশি রানের ওপেনিং পার্টনারশিপ একমাত্র রোহিত শর্মা ও শিখর ধবনের টি-২০তে ওপেনিং জুটিতে দুবার দেড়শো রান করার নজির রয়েছে ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি রোহিত ও কে এল রাহুলের (১৬৫ রান) গত বছর শুভমন ও যশস্বী জুটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই রেকর্ড স্পর্শ করে ১৬৫ রানই করেছিলেন ওপেনিংয়ে টি-২০ ক্রিকেটে রান তাড়া করতে নেমে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ দেড়শো বা তার বেশি রান তাড়া করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বল বাকি থাকতে (২৮ বল) টি-২০ ক্রিকেটে ভারতের জয় (ছবি - BCCI, ZCA)