সপ্তাহখানেক আগেই রিঙ্কু সিংহ ও প্রিয়া সরোজের বহু চর্চিত এক বাগদানপর্ব আয়োজিত হয়।



ক্রিকেট ও রাজনীতি, দুই জাঁকজমকপূর্ণ জগতের দুই বিখ্যাত ব্যক্তিত্বের বিশেষ অনুষ্ঠানে বহু সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন।



দুইজনের বাগদানের পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মিষ্টি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।



ভিডিওতে দেখা যাচ্ছে বাগদানের পর রিঙ্কু প্রিয়াদের বাড়িতে প্রথমবার গিয়েছেন এবং সেখানে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।



রিঙ্কুকে প্রিয়ার মা কপালে তিলক লাগিয়ে ফুল ছিটিয়ে স্বাগত জানান।



এরপর প্রিয়ার বাড়ির লোকজনও ভারতীয় ক্রিকেটারকে পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানান।



তারপরেই বাগদত্তার থেকে এক বিশেষ উপহার পান রিঙ্কু। কী সেই উপহার?



খুব দামি কিছু নয়, রিঙ্কু একটি লাল গোলাপই উপহার হিসাবে দেন প্রিয়া সরোজ।



ভালবাসা ও বন্ধুত্বের প্রতীক এই লাল গোলাপ দিয়ে ও পেয়ে প্রিয়া ও রিঙ্কু, উভয়েরই মুখে ছিল হাসি, চোখে খানিক লজ্জা।



খবর অনুযায়ী বাগদানের পর এবার এই বছরেরই ১৮ নভেম্বর দুইজন গাঁটছড়াও বাঁধবেন।