২০০৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে এক ম্য়াচে একইরকম কাণ্ড করেন অ্যান্ড্রু সাইমন্ডস।



অজ়ি ক্রিকেটার মদ্যপ অবস্থায় নাকি বল করেন।



নিজের প্রজন্মের তো বটেই, মতান্তরে সর্বকালের সেরা ব্যাটার ভিভি রিচার্ডস একবার কাউন্টি ক্রিকেটে মদ্যপ অবস্থায় রান করেন।



ভিভ জানান তিনি বোথামের সঙ্গে আগের রাতে মদ্য পান করার পর বল অবধি দেখতে পাচ্ছিলেন না, তাও সামারসেটের হয়ে ১৩০ রান করেন।



হার্শল গিবস ও বিতর্ক কিন্তু কোনওদিনই একে অপরের থেকে খুব একটা দূরত্ব বজায় রাখতে পারেনি।



গিবস সেই বিখ্যাত ৪৩৪ রান তাড়া করতে নেমে ১৭৫ রান করেছিলেন, সেই ম্যাচের আগে গোটা রাত তিনি নাকি মদ্য পান করেছিলেন।



টেস্টে ৮০০০-র অধিক রান ও দুইশোর অধিক উইকেট নিয়েছেন স্যর গারফিল্ড সোবার্স।



১৯৭৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে হ্যাংওভার নিয়েই তিনি শতরান করেছিলেন বলে জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ় কিংবদন্তি।



বিনোদ কাম্বলির মদ্য পান করার নেশার সম্পর্কে তো মোটামুটি সকলেই অবগত।



তিনি নিজেই জানান যে এক রঞ্জি ট্রফি ম্যাচের আগের রাতে ১০ গ্লাস মদ্যপান করেছিলেন। তারপরেও শতরান হাঁকান তিনি।