ভারতীয় পুরুষ দলের কোচ গৌতম গম্ভীর। তাঁর নাম যেমন গম্ভীর, হাবভাবেও তিনি তেমনই। খুবই কম সময়ে গম্ভীরকে হাসতে দেখা যায়। কিন্তু এমনটা কেন? অতীতে গৌতম গম্ভীর জানিয়েছিলেন এটা খানিকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই। তাঁর মতে মাঠের বাইরে এবং মাঠের ভিতরে তাঁর দুইটা দিক আছে। মাঠের বাইরে সে একেবারে শান্ত, আর মাঠে তিনি আগ্রাসী। তাঁকে সবকিছুই লড়াই করে পেতে হয়েছে বলেই তাঁর এই আগ্রাসন বলে জানান তিনি। গম্ভীর জানান তিনি যোগ্য হলেও, তাঁর ক্রিকেট কেরিয়ারে তাঁকে বারংবার ব্রাত্যই হতে হয়। প্রচুর রান করেও তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুযোগ পাননি। ২০০৭ সালের বিশ্বকাপে সিনিয়র দলে তাঁর জায়গা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ়ে ২০০৭ সালের বিশ্বকাপে সুযোগ না পাওয়াটা তাঁর কেরিয়ারের সবথেকে খারাপ সময় হিসাবে বর্ণনা করেন গম্ভীর। যেহেতু সবটাই লড়াই করে পাওয়া, তাই তিনি জীবন খুব বেশি উপভোগ করেননি। সেকারণেই তাঁর মুখে তেমন হাসি দেখা যায় না বলে দাবি করেন গম্ভীর।