কোন কোন দলের বিরুদ্ধে কবে কবে মাঠে নামছে ভারত? মাসের প্রথম সপ্তাহেই ভারতের শ্রীলঙ্কার সফর শেষ হয়েছে হতাশাজনক শ্রীলঙ্কা সিরিজ়ের প্রায় দেড় মাস কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নেই টিম ইন্ডিয়ার তবে সেপ্টেম্বরেই ফের একবার মাঠে নামতে চলেছে রোহিত বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারত অক্টোবরে ওপার বাংলার দলের বিরুদ্ধেই ৬ থেকে ১২ তারিখ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত অক্টোবরেরই ১৬ তারিখ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচের সিরিজ় শুরু নভেম্বরের ৮ থেকে ১৫ তারিখ সূর্যকুমারের ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি বিশ ওভারের ম্যাচ খেলবে একই মাসের ২২ তারিখ থেকে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় পরের বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় রয়েছে ভারতের ইংল্যান্ডের বিপক্ষে ২২ জানুয়ারি থেকে শুরু পাঁচটি টি-টোয়েন্টির পর তিনটি ওয়ান ডে খেলবে ভারত