বিশ্ব ক্রিকেটের আইকন তিনি, তরুণ প্রজন্মের কাছে আইকনও সম্প্রতি এক শোতে উপস্থিত হয়ে হনুমানজীর উদাহরণ টেনে জীবনদর্শনের কথা শোনালেন ধোনি তিনি বলেন, 'চাপের সময় অনেক সময় নিজের শক্তি, ক্ষমতা ভুলে যাই আমরা' 'নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি আমরা অনেক সময়' 'সেই সময় উল্টোদিকের, মানুষ বা তোমার সতীর্থরা তোমার প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করে' সেই সময় কাউকে দায়িত্ব নিয়ে পাশে থাকতে হয় 'নিজের ক্ষমতা, শক্তি নিয়ে কাজ করা উচিত, পরিশ্রম করা উচিত' 'চাপের মুহূর্তেই সেরাটা বেরিয়ে আসে সবার' 'একজন প্রতিভাসম্পন্ন মানুষের থেকে একজন আত্মবিশ্বাসী মানুষ অনেক ভাল' দু বারের বিশ্বকাপজয়ী ধোনি, সিএসকের অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল জিতেছেন