RG কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনাকে 'ভয়ঙ্কর' বলেছিলেন সৌরভ তবে সৌরভ বলেছিলেন, এটি বিক্ষিপ্ত ঘটনা, যা নিয়ে তুমুল বিতর্ক হয় সৌরভের সমালোচনায় ফেটে পড়েন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখালেই পারতেন।' সৌরভের শো দাদাগিরিতে কোনওদিন যাবেন না বলেও জানিয়েছেন স্বস্তিকা সৌরভকে বিঁধেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও শ্রীলেখার কটাক্ষ, 'এই মানুষগুলোকে চেনার মোক্ষম সময় হয়েছে।' এঁরা মানুষ বলার যোগ্য নন বলেও তীব্র আক্রমণ শ্রীলেখার যদিও সৌরভ পরে জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে RG কর কাণ্ডের অপরাধীদের কড়া শাস্তি চেয়েছেন সৌরভ