ক্রিকেটই হয়ে উঠে শামির রক্ষাকর্তা

Published by: ABP Ananda

ভারতীয় দলের সাম্প্রতিক কালের সেরা বোলারদের প্রসঙ্গ উঠলে মহম্মদ শামির নাম উঠতে বাধ্য।

আর পাঁচজন ক্রিকেটারদের মতো শামির কেরিয়ারও চড়াই, উতরাইয়ের ভরা।



তবে শামির ব্যক্তিগত জীবনও বারংবার চর্চায় উঠে এসেছে। দীর্ঘ সময় ধরে হাসিন জাহানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি জানান, তিনি জীবন থেকে হতাশ হয়ে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন।

তবে ক্রিকেটই তাঁর রক্ষাকর্তা হয়ে সামনে এগিয়ে এসেছিল।

শামি জানান, 'ঝাঁপ দেওয়ার আগেই মনে হয়, আমি কেন ঝাঁপ দেব। যে খেলা আমাকে এত ভালবাসা দিয়েছে, সেই খেলাতেই না হয় আবার মনযোগ দেওয়া যাক।'

শামি আরও জানান, 'ভাগ্যিস আমি সিদ্ধান্ত বদলেছিলাম, নয়তো বিশ্বকাপটা আর খেলা হত না।'

২০২৩ সালে আয়োজিত বিশ্বকাপে ভারত ফাইনালে হারলেও টুর্নামেন্ট জুড়ে বল হাতে একাধিক রেকর্ড গড়েন শামি।

বর্তমানে তিনি ফিটনেস সমস্যা কাটিয়ে ভারতীয় দলে ফেরার লক্ষ্যে।