ধোনির সঙ্গে আসন্ন মরশুমে আইপিএলে সিএসকের হয়ে সঞ্জু স্যামসনের খেলা নিয়ে জোর জল্পনা।



সেই নিয়ে এখনও কিছু নিশ্চিত নয়, তবে এর মধ্য়ে এক চমকপ্রদ ঘটনা ঘটে গেল।



তবে বর্তমানে সঞ্জু কেরল ক্রিকেট লিগে কোচির দলে হয়ে খেলছেন।



সঞ্জুদের সেই দলের জার্সির সামনে দেখা গেল ধোনির নাম।



অনেকেই এই নিয়ে ধন্দে পড়ে যান।



তবে ভালভাবে দেখলে দেখা যাবে বড় হাতে ধোনির নাম লেখার পাশাপাশি নীচে ছোট করে অ্যাপও লেখা।



আসলে ধোনি অ্যাপই হল সঞ্জুদের দল কোচি ব্লু টাইগার্সের স্পনসর।



হ্যাঁ, এটা মহেন্দ্র সিংহ ধোনিরই অ্যাপ। এই অ্যাপে ধোনির সই করা জার্সিসহ তাঁর বিভিন্ন জিনিসপত্র কেনা যায়।



ধোনির কেরিয়ার, অ্যাওয়ার্ড ইত্যাদি সংক্রান্ত তথ্যও রয়েছে এখানে।



এই অ্যাপের লঞ্চের সময় কিন্তু সঞ্জু নিজেও উপস্থিত ছিলেন।