কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা সব সময়ই থাকেন সংবাদের শিরোনামে
সারা জানিয়েছেন, এমন এক শারীরিক সমস্যায় পড়েছিলেন তিনি যে, মানসিক উদ্বেগও গ্রাস করেছিল
পলিসিস্টিক ওভারি বা জরায়ুতে সিস্টের সমস্যায় জেরবার হয়েছিলেন সারা
PCOS-এর কারণে ব্রণর সমস্যাতেও জেরবার হয়েছেন সারা, পড়তে হয়েছে লজ্জায়
মেয়ে কসমেটিক্স ব্যবহার করুন, চাইতেন না সচিন-ঘরনি অঞ্জলি তেন্ডুলকর
PCOS নিরাময়ের জন্য চিকিৎসায় শুরু হওয়ার পর সাড়া পাওয়া যায়নি শুরুতে
সমস্যা নিরাময়ে মেয়েকে নিয়ে পুষ্টিবিদের কাছে গেলেও ডায়েট মেনে দুর্বল হয়ে পড়েন সারা
তারপরই মেয়েকে নিয়ে একজন এন্ডোক্রিনোলজিস্টের কাছে যান অঞ্জলি
ইন্টারমিটেন্ট ফাস্টিং, ওয়েট ট্রেনিং, মেপে প্রোটিন খাওয়ায় সুফল পান সারা