আজ, ১১ মে, মাতৃদিবস, এই বিশেষ দিনে সচিন থেকে বিরাট, মনু ভাকের সকলেই নিজের মায়েদের সঙ্গে মিষ্টিমধুর ছবি শেয়ার করলেন



সচিন নিজের মা রজনী তেন্ডুলকরের উদ্দেশে লেখেন, যে তাঁর মায়ের প্রার্থনাই তাঁকে এই স্থানে পৌঁছতে সাহায্য করেছে, তাঁর মাই তাঁর চালিকাশক্তিও



পঞ্জাব কিংসের শেয়ার করা ভিডিওতে শ্রেয়স জানান তাঁর মাই তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন।



তিনি বলেন, 'আমায় যে অনুপ্রেরণা জুগিয়েছেন, তিনি আমার মা, আমার শক্তির উৎস। আমার খারাপ, ভাল সবসময় মা আমার পাশে থেকেছেন।'



রোহিতের মাতৃদিবসে ছিল বিশেষ চমক। তিনি মোট পাঁচটি ছবি শেয়ার করে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান



রোহিত তাঁর মা, স্ত্রী রীতিকা এবং রীতিকার মায়ের পাশাপাশি পৃথিবীকেও মাতৃদিবসের শুভেচ্ছা জানান



বিরাট কোহলি নিজের মায়ের সঙ্গে ছোট্ট বেলার একটি মিষ্টি ছবি শেয়ার করেন



অনুষ্কা ও তাঁর মায়ের ছোটবেলার একটি ছবিও শেয়ার করেন কোহলি, পাশাপাশি তাঁর সন্তান মা অনুষ্কাকেও শুভেচ্ছা জানান



মনু ভাকের নিজের মায়ের সঙ্গে এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন



মায়ের পাশাপাশি দেশ, 'ভারতমাতা'-কে সম্মান জানান মনু, পাশাপাশি সেনাবাহিনীকেও কুর্নিশ জানানোর অনুরোধ করেন তিনি