রিঙ্কুর থেকে আন্ডারওয়ার্ল্ডের তরফে ১০ কোটি টাকা চাওয়া হয়েছে!

Published by: ABP Ananda

সদ্য তাঁর ব্যাট থেকেই ভারতের এশিয়া জয়ের রানটি আসে।

সেই রিঙ্কু সিংকেই এবার দেওয়া হল হুমকি, চাওয়া হল মোটা টাকা।

দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির নামে তাঁর কাছ থেকে ১০ কোটি টাকার চাওয়া হয়েছে।

পুলিশ রিঙ্কুকে হুমকি দেওয়া সেই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত শুরুর পরেই এই তথ্য সামনে আসে এসেছে।

বাবা সিদ্দিকীর পুত্র জিশান সিদ্দিকীকেও সম্প্রতি ওই ব্যক্তিই হুমকি দিয়ে ফোন করেছিলেন।

তাঁর নাম মহম্মদ দিলশাদ নওশাদ। তিনি বিহারের বাসিন্দা।

নওশাদ জানিয়েছেন যে তিনি ভারতীয় ক্রিকেটারের থেকে ১০ কোটি টাকার তোলা চেয়েছিলেন।

দিলশাদ নাকি রিঙ্কু সিংহের ইভেন্ট ম্যানেজারের কাছে হুমকিমূলক একটি ইমেল পাঠিয়েছিলেন।

উভয় ক্ষেত্রেই অভিযুক্ত, বিহারের বাসিন্দা, নিজেকে ডি-কোম্পানির সদস্য হওয়ার দাবি করেন।