সানিয়া মির্জার প্রাক্তন স্বামী ও পাকি ক্রিকেটার শোয়েব মালিক আবারও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায়

Published by: ABP Ananda

শোনা যাচ্ছে শোয়েব ও তাঁর স্ত্রী সানিয়া জাভেদের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এমনই খবর ঘোরাফেরা করছে।

সোশ্যাল মিডিয়ায় শোয়েব ও তাঁর বর্তমান স্ত্রী সানার আচরণ দেখে অনেকেই অনুমান করছেন যে শোয়েবের বিবাহবিচ্ছেদও আসন্ন।

কয়েক দিন আগে, শোয়েব এবং সানা একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

ভাইরাল ভিডিওতে শোয়েব এবং সানা একসঙ্গে বসেছিলেন, কিন্তু তাঁদের মধ্যে কোনো কথা হয়নি।

এই ভিডিও দেখার পর অনেকেই অনুমান করা হচ্ছিল যে তাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে। তবে এই বিষয়টা গোটাটাই জল্পনার পর্যায়ে।

যদিও শোয়েব এবং সানার তরফে এই গুজব নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, শোয়েব মালিক সানা জাভেদকে তৃতীয়বার বিয়ে করেছেন।

তাদের প্রথম বিবাহ টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার সাথে হয়েছিল। তারা এক পুত্রের পিতামাতা হয়েছিলেন।

যদিও তাদের সম্পর্কে ফাটল ধরেছিল, যার কারণে দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। তারপরেই পুনরায় বিবাহ করেন শোয়েব

২০২৩ সালে সানিয়া এবং শোয়েব আলাদা হয়ে যান। এখন, সানিয়া তাঁর ছেলের সাথে জীবন যাপন করছেন।