ক্রিকেট আম্পায়াররা তাদের সঙ্গে কাঁচি কেন রাখেন?

Published by: ABP Ananda
Image Source: pti

ক্রিকেট ম্যাচে আম্পায়ারকে কোনও না কোনও সময় কাঁচি হাতে দেখা যায়

Image Source: pti

অনেকে এটা দেখে অবাক হয়ে যান যে, আম্পায়াররা কাঁচি রাখেন কেন

Image Source: pti

আসলে আম্পায়ারের কাঁচি রাখার একটা খুব জরুরি কারণ থাকে

Image Source: pti

কেন একজন ক্রিকেট আম্পায়ার তার সঙ্গে কাঁচি রাখেন?

Image Source: pti

যখন বোলার বল করেন, তখন বলের সেলাই মাঝে মাঝে আলগা হয়ে যায় এবং তা থেকে সুতো বেরিয়ে আসতে পারে

Image Source: pti

যদি সেই সুতো এভাবেই ছেড়ে দেওয়া হয়, তাহলে বোলারের সুবিধা হতে পারে, যেমন বল বেশি স্যুইং বা মুভ করতে শুরু করবে

Image Source: pti

এতে খেলার মধ্যে গোলমাল ঘটতে পারে, যা নিয়মের পরিপন্থী

Image Source: pti

তাই আম্পায়াররা তাঁদের সঙ্গে কাঁচি রাখেন যাতে বলের বেরিয়ে আসা সুতোটি কেটে দিতে পারেন

Image Source: pti

এতে খেলাটি সুষ্ঠুভাবে এবং সঠিক উপায়ে চলতে থাকে এবং এই কারণে প্রত্যেক আম্পায়ারের কাছে কাঁচি থাকা জরুরি

Image Source: pti