তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল



ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স



কেকেআর মালিক শাহরুখ খানের হাতঘড়ি ফাইনালের দিনও সকলের নজর কেড়ে নিয়েছিল



সেই ঘড়ির দাম জানাজানি হতেই চমকে উঠেছেন সকলে



আইপিএল ফাইনালের দিন শাহরুখ যে ঘড়িটা পরেছিলেন, তার দাম প্রায় ৫ কোটি টাকা!



বিশ্ববিখ্যাত রিচার্ড মিলে সংস্থার ঘড়ি পরেছিলেন শাহরুখ



তাঁর হাতঘড়ির মডেলটির নাম RM 052 Tourbillon Skull Titanium



ঘড়িটির ডায়ালে রয়েছে একটি খুলির প্রতিকৃতি



শাহরুখের হাতঘড়ির শখ সর্বজনবিদিত



তবে আইপিএল ফাইনালে তাঁর পরা ঘড়ির মূল্য জেনে অনেকেই তাজ্জব