ভারতীয় দলের এক দশকেরও অধিক সময়ের আইসিসি ট্রফি জয়ের খরা কাটে এই বছর।



তবে ক্যারিবিয়ানে টি-২০ বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক বিশ ওভারের ফর্ম্যাটে অবসর নেন কোহলি।



কোহলির কয়েক মিনিট পরেই অবসর নেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক রোহিতও।



১৫৯ ম্যাচ ও ফর্ম্যাটে তৎকালীন সর্বোচ্চ ৪২৩১ রান করে অবসর নেন তিনি।



রোহিত, বিরাটের পথ অনুসরণ করেই অবসরের হ্যাটট্রিক পূরণ করেন রবীন্দ্র জাডেজা।



তবে বাকি দুই তারকার মতো তিনিও টি-২০ বাদে বাকি দুই ফর্ম্যাটে এখনও ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছেন।



২০২২ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন শিখর ধবন। জাতীয় দলের ধারেকাছেও বহুদিনই ছিলেন না।



শেষমেশ ৩৪ টেস্ট, ৬৮টি টি-২০ ও ১৬৭ ওয়ান ডে খেলার পর অবসর ঘোষণা করেন শিখর।



সবশেষে আসেন আর অশ্বিন, যিনি একেবারে বছরের শেষ লগ্নেই কার্যত বোমা ফাটান।



বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথেই সকলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।