বিসিসিআই সচিব থেকে আইসিসির চেয়ারম্যান, ক্রিকেট প্রশাসক হিসাবে জয় শাহের আয়ের পরিমাণ কত? বর্তমানে বিসিসিআইয়ের সচিব পদে আসীন রয়েছেন জয় শাহ তবে সদ্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন তিনি বিসিসিআইয়ের সচিব পদ 'সাম্মানিক' হওয়ায় ক্রিকেট প্রশাসকরা কিন্তু কোনও বেতন পান না পরিবর্তে তাঁদের নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচের জন্য বরাদ্দ করা হয় বিসিসিআই সচিব হিসাবে আন্তর্জাতিক বৈঠক এবং সফরের জন্য প্রতিদিন ৮৪ হাজার টাকা করে পান জয় আর ভারতে কোনও বৈঠক হলে রিপোর্ট অনুযায়ী সেই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রতিদিন ৪০ হাজার পাশাপাশি বিমানে বিজনেস ক্লাসে সফরের খরচও পান অমিত শাহ পুত্র আইসিসির ক্ষেত্রে বিষয়টাও অনেকটা একইরকম তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে প্রশাসকদের ঠিক কতটা টাকা দেওয়া হয়, তা জানানো নেই