ক্রিকেট মাঠের কিংবদন্তি

বিরাট কোহলিকে আধুনিক ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার মনে করা হয়

বিপক্ষ বোলারদের ত্রাস

বিপক্ষ বোলারদের ত্রাস ব্যাট হাতে বিশ্বের তাবড় বোলারদের কাছে দুঃস্বপ্ন হয়ে ওঠেন

পড়াশোনায় কেমন ছিলেন

কত দূর পড়াশোনা করেছেন বিরাট কোহলি?

দিল্লিতেই পড়াশোনা

দিল্লির বিশাল ভারতীয় পাবলিক স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়েন কোহলি

ক্রিকেটের জন্য স্কুল বদল

ক্রিকেটের জন্য স্কুল বদল ক্রিকেট খেলার জন্য নবম শ্রেণিতে উঠে স্কুল বদল করেন কোহলি

নতুন স্কুল

দিল্লির পশ্চিম বিহারের সেভিয়ার কনভেন্ট স্কুলে ভর্তি হন

কত দূর পড়াশোনা?

কত দূর পড়াশোনা? ক্লাস ইলেভেন সম্পূর্ণ করার পর ক্রিকেটের জন্য আর পড়তে পারেননি বিরাট

প্রিয় বিষয়

বিরাট কোহলি পছন্দ করতেন ইতিহাস পড়তে

অঙ্কে ভয়

অঙ্কে ভয় অঙ্ক একেবারেই কোহলির পছন্দের বিষয় ছিল না

অঙ্ক কাঁটা

অঙ্ক কাঁটা অঙ্ক পরীক্ষায় দারুণ ফল করতে পারতেন না কোহলি