২ জনেই বিশ্ব ক্রিকেটের রত্ন, একজন বর্তমান, একজন প্রাক্তন

সচিনের টেস্টে মোট রান ১৫,৯২১, বিরাটের সেখানে ৮৮৪৮, ব্যবধান কিন্তু অনেকটা

সচিনের ৫১টি টেস্ট সেঞ্চুরি, বিরাটের সেখানে ২৯, অনেকটা পিছিয়ে কিং কোহলি

৩৪,৩৫৭ সচিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান, বিরাট এখানেও ৭৪১৬ রান পিছিয়ে

সচিন২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, বিরাটের সেখানে ১৬ বছর হয়েছে

একশো সেঞ্চুরির মালিক সচিনকে টেক্কা দিতে আরও ২১টি শতরান হাঁকাতে হবে কোহলিকে

আন্তর্জাতিক ক্রিকেটে ৪০৭৬টি বাউন্ডারি হাঁকিয়েছেন সচিন, বিরাটের ঝুলিতে সেখানে ২৬৬২

সবচেয়ে বেশি ৪৬৩টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন সচিন, বিরাট সেখানে খেলেছেন ২৯৫ ম্য়াচ

সচিন ২০০ টেস্ট খেলেছেন, কোহলি সেখানে ১১৩টি খেলেছেন এখনও পর্যন্ত

মোট ৬৬৩ আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন সচিন, বিরাট সেখানে খেলেছেন ৫৩৩টি