এক ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন মডেল-অভিনেত্রী মাহিরা শর্মা, জোর গুঞ্জন
মহম্মদ সিরাজের সঙ্গে মাহিরার সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছে
সিরাজের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে কোনওদিনই প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী
এই প্রথম এ নিয়ে মুখ খুললেন মাহিরা শর্মা
পুরোটাই গুজব বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন মাহিরা
সব জল্পনার জবাব দিতে তিনি তৈরি নন বলে চাঁচাছোলা ভাষায় জানিয়েছেন মাহিরা
মাহিরা জানিয়েছেন, সিরাজের সঙ্গে তাঁর প্রেমের আলোচনা পুরোটাই মনগড়া
আশা ভোঁসলের নাতনি জ়ানাইয়ের সঙ্গে সিরাজের সম্পর্ক নিয়েও মাঝে জল্পনা হয়েছিল
সিরাজ জ়ানাইকে নিজের বোন বলে দাবি করেছিলেন
জ়ানাইয়ের সঙ্গে ডুয়েট গাইতেও দেখা গিয়েছিল সিরাজকে