সিনেমা জগতের একাধিক তারকাকে বিরাট কোহলি ডেট করেছেন বলে শোনা যায়

Published by: ABP Ananda

২০১৪ সালে বিরাটের জীবনে অনুষ্কার আগমন হয়। দীর্ঘ জল্পনার ২০১৭ সালে দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তবে তার আগে তামান্না ভাটিয়ার সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের জোর গুঞ্জন শোনা গিয়েছিল। দুইজনে এক বিজ্ঞাপন শ্যুটিংয়ে দেখা হয়েছিল।

অবশ্য পরবর্তীতে ব্যক্তিগত মতাদর্শে পার্থক্য থাকায় দুইজনে আলাদা হয়ে যান।

কোহলির সঙ্গে ব্রাজিলিয়ান মডেল ইসাবেল লেইটের সম্পর্কেরও কানাঘুষো শোনা যায়।

ব্রাজিলিয়ান সুন্দরী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কোহলিই ভারতে তাঁর প্রথম বন্ধুদের অন্যতম।

সারাহ জেন টেলর ডিয়াজ় কোহলির মতো একজনের তাঁর নাম জড়ানোয় প্রাথমিকভাবে আনন্দিত হলেও এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দেন।

কন্নড় সিনেমা জগতের সাক্ষী আগরওয়ালর সঙ্গেও কোহলি প্রেম করেছেন বলে শোনা যায়।

তবে অনেক গুঞ্জনের মতোই এই সম্পর্কও কানাঘুষোর পর্যায়ই থাকে এবং ধীরে ধীরে তা ফ্যাকাসেও হয়ে যায়।

দক্ষিণের আরেক তারকা সঞ্জনা গালরানির সঙ্গে বিরাটকে একাধিক জায়গায় দেখা যাওয়ায় যা হওয়ার তাই হয়। কিন্তু সঞ্জনা পরে জানিয়ে দেন তাঁরা ভাল বন্ধু।