বল হাতে নজর কাড়েন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচে বল হাতে সফল হয়েছিলেন আব্রার আমেদ

বিতর্কে ছিন্নভিন্ন

পাকিস্তানের স্পিনার অবশ্য প্রবল সমালোচনার শিকার হন

শুভমনকে অপমান!

ভারতের শুভমন গিলকে বোল্ড করে ইশারায় মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেছিলেন আব্রার

নিন্দায় প্রাক্তনরাও

ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তিও আব্রারের আচরণের সমালোচনা করেন

প্রিয় নায়ক ভারতীয়?

আব্রারের প্রিয় ক্রিকেটার এক ভারতীয় তারকা? সেরকমই জানিয়েছেন পাক স্পিনার

বিরাট-ভক্ত

আব্রার জানিয়েছেন, বিরাট কোহলি ছেলেবেলা থেকেই তাঁর প্রিয় ক্রিকেটার

মাইলফলক কোহলির

রবিবার নিজের তিনশোতম ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছেন কোহলি

প্রতিপক্ষের কুর্নিশ

বিরাটকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন আব্রার আমেদ

ভাইরাল পোস্ট

আব্রার লিখেছেন, কোহলির প্রশংসা পেয়ে তিনি ধন্য, শুধু ক্রিকেটার নয়, মানুষ হিসাবেও কোহলি দুর্দান্ত

বিরাট অনুপ্রেরণা

আব্রার জানিয়েছেন, মাঠে ও মাঠের বাইরে কোহলিই তাঁর প্রেরণা (ছবি - আব্রারের ইনস্টাগ্রাম ও পিটিআই)