দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছেন মিডল অর্ডারে ব্যাটার ম্যাথিউ ব্রেটজ়কে।



নিজের ওয়ান ডে অভিষেকে পাকিস্তানের বিরুদ্ধে ১৫০ রান করেছিলেন তিনি।



এটাই কোনও ব্যাটারের ওয়ান ডে অভিষেকে সর্বোচ্চ রান।



এরপর পাকিস্তানের বিরুদ্ধেই ৮৩ রানের ইনিংস খেলেন তিনি।



অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান জেতে ৫৭ রান করার পর আজ দ্বিতীয় ম্যাচে ৮৮ রান করেন তিনি।



এই ইনিংসের সুবাদেই ব্রেটজ়স্কে ইতিহাসের পাতায় নাম লেখালেন।



তিনিই প্রথম ক্রিকেটার হিসাবে নিজের প্রথম চার ওয়ান ডে ইনিংসের চারটিতেই ৫০-র গণ্ডি পার করলেন।



ভারতের নভজ্যোৎ সিংহ সিধুও এমনটা করেছিলেন, তবে সিধু এক ম্যাচে ব্যাট না করায় তাঁর পাঁচ ম্যাচ লেগেছিল।



সেই অর্থে ব্রেটজ়স্কেই এই রেকর্ডের মালিক। তিনি প্রথম তিন ওয়ান ডেতে সর্বাধিক রান করারও রেকর্ডধারী।



তাঁর ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ান ডেতে ৮৪ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ় জিতে নিল।