রাহুল দ্রাবিড়ের প্রিয় অধিনায়ক ভারতের হয়ে খেলেছেন মাত্র সাতটি ম্যাচ
August 22, 2025
Published by: ABP Ananda
ভারত তথা বিশ্বক্রিকেটের সবথেকে সফল ক্রিকেটারদের একজন রাহুল দ্রাবিড়। ক্রিকেটার থেকে মেন্টর, কোচ, বিভিন্ন ভূমিকাতেই সাফল্য় পেয়েছেন তিনি।
নিজের বর্ণময় এবং দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে থেকে মহেন্দ্র সিংহ ধোনি, বড় বড় নেতাদের অধীনে খেলেছেন তিনি।
নিজেই ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন। তবে তাঁর প্রিয় অধিনায়কের নাম শুনলে অনেকেই বেশ খানিকটা অবাকই হবেন।
অশ্বিনের ইউটিউব শোতে রাহুলকে কোন অধিনায়কের নেতৃত্বে খেলা তিনি সবথেকে উপভোগ করেছেন প্রশ্ন করা হলে তিনি এমন এক ব্যক্তির নাম নেন যে ভারতের হয়ে কোনওদিন অধিনায়কত্বই করেননি।
রাহুল দ্রাবিড়ের প্রিয় অধিনায়ক ভি বি চন্দ্রশেখর। ভারতের হয়ে মাত্র সাত ম্যাচ খেলা চন্দ্রশেখরের নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটে কেরিয়ারের শুরুর দিকে খেলেছেন রাহুল।
তাঁর বিষয়ে দ্রাবিড় বলেন, 'আমি ওঁর থেকে কেরিয়ারের প্রথম দিকে অনেক কিছু শিখেছি। ওর প্রতিদ্বন্দ্বিতা এবং জয়ের খিদে আমার ওপর গভীর প্রভাব ফেলেছিল।'
তবে ধোনি, সৌরভদেরও প্রশংসা করতে ভোলেননি 'দ্য ওয়াল'।
রাহুলের মতে সৌরভ ভারতীয় ক্রিকেটে জয়ের মনোভাবটা সকলের মধ্যে গেঁথে দিতে সক্ষম হয়েছিলেন। কুম্বলে সকলের সঙ্গে খুব স্পষ্ট কথা বলে জিনিসপত্র বোঝাতেন।
আর 'ক্যাপ্টেন কুল' ধোনি একজন তরুণ ক্রিকেটার থেকে অধিনায়ক হওয়ার কঠিন সফরটা খুব সহজেই পার করেছিলেন।