এই দিনকয়েক আগে পর্যন্তও যশস্বী জয়সওয়াল টি-টোয়েন্টিতে ভারতের নিশ্চিত নামগুলির অন্যতম ছিলেন।



তবে অভিষেক শর্মাদের উত্থান এবং সম্ভবত শুভমন গিলকে জায়গা করে দিতে গিয়েই তাঁকে কেবল রিজার্ভই রাখা হয়েছে।



যশস্বীর মতোই আরেক বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য মহম্মদ সিরাজও দুরন্ত আইপিএলের পরেও এশিয়া কাপের দলে নেই।



তবে সিরাজের দলে না থাকাটা তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।



ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রে দুর্ভাগ্যটা হল ভারতীয় দলে বরুণ, অক্ষর ও কুলদীপের মতো স্পিনারদের উপস্থিতি।



তিন স্পিনার থাকায় বাড়তি ব্যাটার দলে নেওয়ার তাগিদেই সুন্দরকে দলে রাখা হয়নি বলে জানান অজিত আগরকর।



দলে না থাকা সবথেকে বড় তারকা হয়তো কেএল রাহুল। ওয়ান ডেতে ভারতের নিয়মিত কিপার রাহুলই।



ভাল আইপিএল মরশুমের সুবাদে তিনি টি-টোয়েন্টি দলে ফেরার চেষ্টায় থাকলেও, তাঁর কামব্যাক এখনই হচ্ছে না।



এশিয়া কাপের দলে ব্রাত্য তারকাদের মধ্যে সম্ভবত শ্রেয়স আইয়ারকে নিয়েই চর্চা সবথেকে বেশি।



৫০-র অধিক গড় ও ১৭৫-র অধিক স্ট্রাইক রেটে নিজের কেরিয়ার সেরা ৬০৪ রানের আইপিএল মরশুমের পরে তাঁর বাদ যাওয়ায় অনেকেই বিস্মিত।