৪০ বছর বয়সে ইরফান পাঠান শুরু করেছেন

পাঠানের থেকে বেশি বয়সে এবার তাঁরই পথে চললেন আরেক প্রাক্তন ক্রিকেটার

বোর্ডের রোষের মুখে পড়ে কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়েছিলেন ইরফান

নিয়েছিলেন নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত

এবার ৬১ বছর বয়সে সেই কাজটাই শুরু করলেন নভজজোৎ সিংহ সিধু

পাঠানের মতই নিজের ইউটিউব চ্যানেল শুরু করে দিলেন তিনি

সাংবাদিক বৈঠক করে চ্যানেল লঞ্চ করেছেন সিধু

নিজের চ্যানেলের নাম তিনি দিয়েছেন 'নভজোৎ সিংহ সিধু অফিশিয়াল' চ্যানেল

বিসিসিআই কমেন্ট্রি প্য়ানেল থেকে বাদ দেওয়ার পর পাঠান নিজের চ্যানেল খুলেছিলেন

সিধু নাকি নিজেই কমেন্ট্রি থেকে বরখাস্ত দিয়েছেন