মুম্বইয়ের হয়ে আর ঘরোয়া ক্রিকেট খেলবেন না যশস্বী জয়সওয়াল
আগামী মরশুম থেকে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত বাঁহাতি ওপেনারের
কিন্তু কেন এওই সিদ্ধান্ত নিলেন তরুণ ওপেনার?
সিনিয়র ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক তলানিতে, তাই কি এই সিদ্ধান্ত?
জয়সওয়ালের মুম্বই ছাড়ার নেপথ্যে নাকি অজিঙ্ক রাহানে
যদিও এই বিষয়ে নিজে কিছুই বলেননি জয়সওয়াল
দলীপ ট্রফির ম্য়াচে রাহানে জয়সওয়ালকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন অভব্যতার জন্য
রাহানের কিট ব্যাগে নাকি লাথিও মেরেছিলেন জয়সওয়াল
মুম্বই ক্রিকেট বোর্ডের কাছে এনওসি চেয়েছেন জয়সওয়াল
নাইট অধিনায়ক রাহানেও এই বিষয়ে এখন কিছু বলেননি